আনলিমিটেড নিউজ ডেস্কঃ সিরিয়ার আলেপ্পো এবং ইদলিবের গ্রামাঞ্চলে ইসরাইলের হামলায় বহু সৈন্য আহত এবং সম্পদের ক্ষতি হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে শনিবার (৯ নভেম্বর) দামেস্ক থেকে এ তথ্য জানিয়েছে এএফপি।
সরকারী বার্তা সংস্থা সানা জানায়, ‘মধ্যরাতের পর প্রায় ১২টা ৪৫ মিনিটে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব আলেপ্পোর দিক থেকে আলেপ্পো এবং ইদলিবের গ্রামাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।’
প্রতিবেদনে বিশদ বিবরণ না দিয়ে বলা হয়, ‘অনেক সৈন্য আহত এবং কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।’
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলাগুলো সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়।
যুদ্ধ পর্যবেক্ষক আরও জানিয়েছে, এই অঞ্চলে ইরানের বিপ্লবী গার্ডের সদস্য এবং তেহরানপন্থী দলগুলোর অবস্থান রয়েছে।
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের শুরু থেকে প্রধানত সেনা অবস্থান এবং হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে ইসরাইল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে।
প্রতিবেশী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় তাদের হামলা জোরদার করে।
ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে তবে তারা বার বার বলেছে, চিরশত্রু ইরানকে সিরিয়ায় তাদের উপস্থিতি বাড়াতে দেবে না।
Leave a Reply