আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ও দুই সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) ও সোমবার (৪ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক আদেশে তাদেরকে এ বদলি করা হয়।
আদেশে গোয়েন্দা তেজগাঁও বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (তেজগাঁও জোনাল টিম) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেনকে উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) ঢাকা মেট্রোপলিটন পুলিশে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াস কবিরকে গোয়েন্দা রমনা বিভাগে ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন খানকে ক্রাইম বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ক্রাইম-২) সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Leave a Reply