আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অসুস্থ সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালটির সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল ৫টা ২০ মিনিটের দিকে শাহজাহানকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ীর থানার একটি হত্যা মামলায় ডিবি কার্যালয়ে তিন দিনের রিমান্ডে ছিলেন শাজাহান থান।
যাত্রাবাড়ী থানার এসআই মো. মোজাহিদ জানান, ডিবি কার্যালয়ে শাজাহান খানের জিজ্ঞাসাবাদ চলছিল। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইসিজি ও অন্যান্য পরীক্ষার জন্য নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। চিকিৎসক জানিয়েছেন, তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হতে পারে।
Leave a Reply