আনলিমিটেড নিউজ ডেস্কঃ বান্দরবানের রুমা, থানচি ও রাঙামাটি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে গ্রেফতার হওয়া জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ জন সদস্যকে ৪টি মামলায় জামিন দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মসলেহ উদ্দিনের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট মো: ইকবাল করীম।
সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর এই ৩২ জনকে বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছিলেন র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। চারটি মামলায় গ্রেপ্তার দেখানো ৩২ জনকে আজ জামিন দেওয়া হয়।
এদের মধ্যে বান্দরবানের থানচি থেকে ২১ জন, রুমা থেকে ৪ জন, নাইক্ষ্যংছড়ি থেকে ২ জন ও বান্দরবান সদর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল।
কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র্যাব অভিযান চালিয়ে এদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন বলে সে সময় র্যাব গণমাধ্যমকে জানায়।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য কুমিল্লার দিদার হোসেন (২৫), নারায়নগঞ্জের আল আমীন, ঢাকা কামরাঙ্গীচরের সাইনুন রায়হান, সিলেট বিয়ানিবাজারের তাহিয়াদ চৌধুরী পাভেল (১৯), সিলেটের মো: লোকমান মিয়া (২৩), কুমিল্লা লাকসামের ইমরান হোসেন শান্ত (৩৫), ঝিনাইদহের মো: আমির হোসেন (২১), বরিশালের মো: আরিফুর রহমান, ময়মসিংহের শামিম মিয়া (২৪), কুমিল্লা সদরের মোঃ আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগী এলাকাকার মোঃ সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), পটুয়াখালী সদরের মোঃ আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লা লাঙ্গলকোট এলাকার মোঃ জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক (২৭), পটুয়াখালী সদরের মোঃ মিরাজ হোসেন ওরফে দোলন, মুন্সিগঞ্চ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালী মহিপুরের মোঃ ওবাইদুল্লাহ (২০), পটুয়াখালী মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ (২৭), টাইঙ্গাইল ধানবাড়ীর মোঃ ইলিয়াছ রহমান (৩২), ঝালকাঠি সদরের মোঃ হাবিবুর রহমান (২৩), কুমিল্লা সদরের মোঃ সাখাওয়াত হোসেইন @মাবরুর @রিসিং (২১), বরিশাল কোতয়ালীর মোঃ আব্দুস সালাম রাকি @দুমচুক রাসেল (২৮), কুমিল্লা লাকসামের যোবায়ের আহমদ (২৯), পটুয়াখালীর মোঃ শামীম হোসেন (২৬), হবিগঞ্জ জেলার তাওয়াবুর রহমান সোহান (২০), বরিশালের মাহমুদ ডাকুয়া (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২), জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট মো: ইকবাল করীম জানান, র্যাবের জঙ্গী বিরোধী অভিযানে গ্রেফতার হওয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য ৩১ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।
রাঙামাটি, সদর ও থানচি, রুমা থানায় র্যাবের দায়ের করা ৪টি মামলায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে আসামিদের আদালতে হাজির করা হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৯ আগস্ট জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামক জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থি। এরই মধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।
Leave a Reply