আনলিমিটেড নিউজ ডেস্কঃ চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। প্রথম ঘন্টায় উইকেট না হারানো বাংলাদেশ পানি পানের বিরতির পর এসে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘুর্ণির সামনে আর টিকে থাকতে পারেনি।
শেষ ৪০ রান তুলতে ৬ উইকেট হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন নাজমুল। এই রান তিনি করেছেন ১২৭ বলে। মেরেছেন ৮টি চার ও ৩টি ছয়।
আর সাকিবের ব্যাট থেকে আসে ২৫ রান। লিটন দাস ১, মেহেদী হাসান মিরাজ ৮, তাসকিন ৫ ও হাসান মাহমুদ ফিরেন ৭ রানে।
ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নেন অশ্বিন। জাদেজা ৩টি ও বুমরা নেন একটি উইকেট।
এর আগে ৪ উইকেট ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনে খেলা একটু আগেভাগেই শেষ হয়েছিল।
এরআগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে ভারত অলআউট হলে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ৫১৫ রানের লক্ষ্য পায় চন্দ্রিকা হাথুরুসিংহের দল।
এই লক্ষ্যের বিপরীতে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
Leave a Reply