আনলিমিটেড নিউজ ডেস্কঃ প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হার। এরপর দ্বিতীয় টেস্টেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি পাকিস্তান। ঘরের মাঠে দুই টেস্ট হেরে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা লুকানোর জায়গা নেই পাকিস্তানের। অনেকে তো বলছে, পাকিস্তান ক্রিকেটের ‘মৃত্যু’ ঘটেছে।
এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে কম সমালােচনা সইতে হয়নি পাকিস্তান দলকে। সমর্থকদের অন্তত প্রত্যাশা ছিল ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে হাসি ফোটাবে বাবর আজমরা। কিন্তু সে আশায় গুড়ে বালি। উল্টো দুই টেস্টেই হার হজম করল পাকিস্তান।
এমন পরিস্থিতিতে গোটা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেন, ‘আমরা জাতির কাছে ক্ষমা চাইছি। আমাদের সবার উদ্দেশ্য পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্য কাজ করা।’
বাংলাদেশ ঠিক কোন জায়গায় এগিয়েছিল সেটা নিয়ে মাসুদ বলেন, ‘বাংলাদেশের দুজন ক্রিকেটার আছে, যারা ৭০-৯০টি টেস্ট খেলেছে (মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান)। এ ছাড়া লিটন ও মেহেদী (মিরাজ) ৪০টির বেশি টেস্ট খেলেছে। আমাদেরও লাল বলের ক্রিকেটে এমন অভিজ্ঞতা প্রয়োজন। টেস্ট ম্যাচ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। এখানে অভিজ্ঞতা লাগবেই। আমাদের আরও টেস্ট ও লাল বলের ক্রিকেট দরকার’।
‘আপনি টি-টোয়েন্টি খেলে টেস্টের খেলোয়াড় তৈরি করতে পারবেন না। বিজ্ঞানের জন্য প্রস্তুতি নিয়ে আপনি গণিত পরীক্ষায় বসতে পারবেন না। গণিত পরীক্ষা দিতে হলে গণিতের প্রস্তুতিই নিতে হবে। লাল বলের ক্রিকেট খেলতে চাইলে, লাল বলের ক্রিকেটই খেলতে হবে।’
টেস্টে এরইমধ্যে দুই সিরিজে দায়িত্ব পালন করেছেন শান মাসুদ। কিন্তু এখনও হারের বৃত্তে আটকে রয়েছে পাকিস্তান। অধিনায়কত্ব নিয়ে এরইমধ্যে মাসুদকে নিয়ে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ।
মাসুদ বলেন, ‘দায়িত্ব হারানো নিয়ে আমি উদ্বিগ্ন নই। পরিবর্তন আনার জন্য দায়িত্ব নিয়েছি, আমরা বিশ্বাস করেছি এই পরিবর্তন দলের কাজে আসবে। আমার লক্ষ্য হলো যদি বিশ্বাস করি দল কোনো একটি সুনির্দিষ্ট একটা দিকে এগোতে পারে, সেখানে নিজে ব্যর্থ হলেও আমি খুশি হব দলের জন্য। যতটা সময় আমি পাব, কৃতজ্ঞ থাকব ও সেরাটা দিয়েই চেষ্টা করব।’
Leave a Reply