আনলিমিটেড নিউজ ডেস্ক: বাবা-ছেলের ক্রিকেট খেলার ঘটনা একেবারে বিরল নয়। তবে বাবা-ছেলে দুজনই বিশ্বকাপ জিতেছেন, এমন সৌভাগ্য কয়টা পরিবারের হয়? মার্শ পরিবার সেই বিরল নজিরের সাক্ষী হলো, ক্রিকেট ইতিহাসে প্রথমবার।
অস্ট্রেলিয়ার বর্তমান দলে গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার মিচেল মার্শ। তার বাবা জিওফ মার্শও একটা সময় ছিলেন অসি দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ৫০টি টেস্ট এবং ১১৭টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার।
১৯৮৭ সালে জিওফ মার্শ দেশের হয়ে জিতেছিলেন ওয়ানডে বিশ্বকাপ। তার ছেলে মিচেল মার্শ ২০২৩ সালে জিতলেন ওয়ানডে বিশ্বকাপ।
কাকতালীয় ব্যাপার হলো, পিতা-পুত্র দুজনেরই বিশ্বকাপ জয় ভারতের মাটিতে। ৩৬ বছর আগে কলকাতার ইডেন গার্ডেনসে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উদযাপন করেছিলেন জিওফ মার্শ।
এবার তার ছেলে মিচেল মার্শ সেই ভারতেরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উদযাপন করলেন। এবার অস্ট্রেলিয়া শিরোপা জিতলো ঘরের মাঠেরই ভারতকে হারিয়ে।
বাবা-ছেলের বিশ্বকাপ জয়ের কীর্তিতে অবশ্য ২০২১ সালেই নাম উঠিয়েছিলেন জিওফ মার্শ আর মিচেল মার্শ। সে বছর দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া, মিচেল মার্শ ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
তবে ওয়ানডে বিশ্বকাপ জয়ের কীর্তিতে বাবার সঙ্গে নাম লেখানোর স্বপ্নটা এবারই পূরণ হলো মিচেল মার্শের। এক জীবনে আর কী চাই!
Leave a Reply