আনলিমিটেড খেলা ডেস্কঃ ইউএস ওপেনের জয় দিয়ে মিশন শুরু করেছেন পুরুষ ও নারী এককের দুই তারকা নোভাক জোকোভিচ ও এরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে মালদোভার রাদু আলবোতকে ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন জোকো। এর মধ্য ইউএস ওপেনে সর্বোচ্চ সংখ্যক (৮৯তম) জয়ে সুইস গ্রেট রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করেছেন সার্বিয়ান এ সুপারস্টার।
দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ স্বদেশী ল্যাসলো ডিসেরে। এদিকে মেয়েদের সিঙ্গলসে অস্ট্রেলিয়ার প্রিসসিলা ৬-৩, ৬-৩ সেটে উড়িয়ে দিয়েছেন সদ্য সিনসিনাটি ওপেন জিতে আসা এরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় রাউন্ডে বেলারুশিয়ান তারকার প্রতিপক্ষ ইতালিয়ান লুসিয়া ব্রুনেজেত্তি।
আসরটি জকোভিচের জন্য ইতিহাস গড়ার মঞ্চ। ইউএস ওপেনের শিরোপা জিততে পারলেই ছেলেমেয়ে মিলিয়েই টেনিস ইতিহাসের সবচেয়ে বেশি গ্রান্ডস্ল্যাম জয়ের রেকর্ডের মালিক হবেন জকোভিচ। পেছনে পড়ে যাবেন ২৪টি জয়ী মার্গারেট কোর্ট। প্রথম রাউন্ডে জয়ের পর জোকোভিচ বলেছেন, ‘আমি যেভাবে এই প্রতিযোগিতা শুরু করতে চেয়েছিলাম, সেভাবেই করতে পেরেছি। কিছু জায়গা এদিক ওদিক হয়েছে, তবে সেটা হতেই পারে।
অলিম্পিক্সে ক্লে কোর্টে খেলছিলাম। সেখান থেকে হার্ড কোর্টে খেলতে গেল একটু গ-গোল হতেই পারে। গত ছয় মাসে আমি হার্ড কোর্টে একটা ম্যাচও খেলিনি। এই কোর্টে খেলার অভ্যেসটা ফিরিয়ে আনতে হবে।’
সদ্য সিনসিনাতি ওপেন জিতে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান দখল করে ইউএস ওপেন শুরু করেন সাবালেঙ্কা।
২০২৩ ও ২০২৪ ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এবার মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট নিয়েও আত্মবিশ্বাসী ২৬ বছর বয়সী বেলারুশ সুন্দরী, ‘সিনসিনাতির ট্রফিটা আমার জন্য ছিল বিশেষ কিছু। আক্ষরিক অর্থেই এটা আমার জন্য বড় অর্জন। বিশেষ করে ইনজুরি থেকে ফেরার পর। সেই আত্মবিশ্বাস এখানেও বয়ে নিতে চাই।’ বলছিলেন তিনি। উল্লেখ্য, ২০২৩ ইউএস ওপেনের ফাইনালে উঠে কোকো গফের কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।
Leave a Reply