আনলিমিটেড খেলা ডেস্কঃ সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ম্যাচ ১–১ গোলে ড্র ছিল।
ম্যাচের ৩৫ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে সমতা ফেরান ভারতের রিকি মিতি হবাম। সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতার নক আউট ম্যাচে অতিরিক্ত সময়ের খেলা নেই। ম্যাচের পর তাই সরাসরিই শুরু হয় পেনাল্টি শুট আউট।
ভারতের পক্ষে প্রথম শটটি মিস করেন থাংলালশোল গানতে। বাংলাদেশের গোলকিপার মোহাম্মদ আসিফ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে শটটি ঠেকান। এরপর বাংলাদেশের পক্ষে বাকি চারটি শটেই গোল করেন পিয়াস নোভা, পারভেজ আহমেদ, শাকিল আহাদ তপু ও মঈনুল ইসলাম। ভারত নিজেদের পঞ্চম শটে লক্ষ্যভেদ করতে পারেনি।
Leave a Reply