আনলিমিটেড জেলা ডেস্কঃ নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনার দুইদিন পর থানায় মামলা হয়েছে। পৃথক দুই মামলায় রায়পুরা থানায় দেড় শতাধিক মানুষের নাম উল্লেখ করে প্রায় ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষে এরশাদ মিয়া ও মো. ইকবাল বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।
ইকবালের করা মামলায় হানিফ মিয়া ওরফে হানিফ মাস্টারকে প্রধান আসামি করে আরো ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করা হয়।
সোমবার (২৬ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করে রায়পুরা থানার ইন্সপেক্টর অপারেশন প্রবীর কুমার ঘোষ বলেন, ৬ জন নিহতের ঘটনায় আলাদা করে দুইটি মামলা হয়েছে৷ ২৫ আগস্ট রোববার দুইটি অভিযোগ দেওয়া হয়। তা আমলে নিয়ে তদন্ত পূর্বক আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান।
এর আগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার গ্রুপ এবং সাবমিয়া গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। এ সময় সাবমিয়া গ্রুপের ছয়জন প্রতিপক্ষের আক্রমণে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়।
Leave a Reply