আনলিমিটেড বিনোদন ডেস্কঃ ফরাসি চলচ্চিত্র অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন। রোববার (১৮ আগস্ট) ফ্রান্সের ডউচি শহরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি এক বিবৃতিতে নিশ্চিত করে তার পরিবার।
ডেলনের পরিবার জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুর সময় তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা তার পাশে উপস্থিত ছিলেন।
২০১৯ সালে স্ট্রোক করেছিলেন ডেলনের। এরপর থেকেই নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরের শুরুতে ডেলনের পুত্র অ্যান্থোনি জানিয়েছিলেন, তার বাবার বি-সেল লিম্ফোমা শনাক্ত হয়েছে (এক প্রকারের ক্যান্সার)।
অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন ডেলন। লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।
ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্রজগতে কিংবদন্তী তারকা হিসেবে বিবেচিত ডেলন। বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে বিতর্কিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নারীর প্রতি নেতিবাচক মনোভাবের জন্য ডেলন সমালোচিতও ছিলেন।
Leave a Reply