আনলিমিটেড রাজনীতি ডেস্কঃ গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৮ অক্টোবর ধার্য করেছেন আদালত। সময় আবেদনের প্রেক্ষিতে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসাইন গতকাল রোববার এ তারিখ দেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এদিন মামলাটি খালেদা জিয়ার অব্যাহতির বিষয়ে শুনানির জন্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় সময় আবেদন করেন তাঁর আইনজীবীরা। তাঁর পক্ষে হাজিরা দাখিল করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তিনি বলেন, ‘সব আসামির পক্ষে শুনানি শেষ। খালেদা জিয়ার পক্ষে শুনানি বাকি আছে। আমাদের সময় দিন।’ এর পর বিচারক ৮ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
প্রসঙ্গত, মামলাটিতে ১৫ আসামির মধ্যে ১৪ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে শুনানি শুরু হয়, যা এখনও চলমান।
রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার আর্থিক ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা করেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৩। আরাফাত রহমান কোকোসহ ১১ আসামি বিভিন্ন সময়ে মারা গেছেন।
Leave a Reply