আনলিমিটেড শহর ডেস্কঃ গভীর রাতে রাজধানীর উত্তরাজুড়ে ‘ডাকাত-সন্ত্রাসীরা’ প্রবেশ করেছে জানিয়ে মসজিদের মাইকে মাইকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আজ (বুধবার) দিবাগত রাত আড়াইটার পর থেকে উত্তরার বিভিন্ন সেক্টরের মসজিদ থেকে এলাকায় ডাকাত ঢুকেছে জানিয়ে কিছুক্ষণ পর পর সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।
এরই মধ্যে ডাকাত-সন্ত্রাসীদের প্রতিরোধ করতে ১১ নম্বর সেক্টরস্থ উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয়েছে শতাধিক মানুষ।
তুরাগের রানাভোলা, ফুলবাড়িয়া এলাকার একাধিক মসজিদের মাইক থেকেও এলাকায় ডাকাত-সন্ত্রাসী ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়।
উত্তরা পূর্ব থানাধীন ৮ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা এসডি রাসেল জানায়, আমাদের এদিকেও মসজিদের মাইক থেকে একটু পর পর এলাকার ডাকাত এবং সন্ত্রাসী ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
তুরাগ থানার বাসিন্দা সজিব জানায়, আমরা রাস্তায় বের হয়ে এসেছি। সবাই রাস্তায় নেমে এসেছে ডাকাত-সন্ত্রাসীদের প্রতিহত করতে।
উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা গনমাধ্যমকর্মী দেলোয়ার হোসাইন বলেন, একদলকে সেক্টরবাসীকে ধাওয়া দিয়েছে। তারা পালিয়েছে। সেনাবাহিনী চৌরাস্তা এলাকায় শক্ত অবস্থান নিয়েছে।
অপরদিকে, তুরাগ, উত্তরা, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে ‘ডাকাত-সন্ত্রাসী’ প্রতিহত করতে বিভিন্ন বাসাবাড়িতে লাইট জ্বালিয়ে মানুষকে সতর্কবস্থায় নিজ নিজ গ্যারেজে ঘোরাফেরা করতে দেখা গেছে। সূত্র, যুগান্তর
Leave a Reply