আনলিমিটেড নিউজঃ সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে দুই দলই। এমনকি মিরপুরে কঠোর অনুশীলনে ঘামও ঝরিয়েছে টাইগার ও কিউইরা।
আগামী ৬ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটি মাঠে গড়ানোর আগে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার নিজেদের অফিসিয়াল ফেসবুকে পেইজে একটি পোস্ট শেয়ার করেছে বিসিবি। যেখানে তারা জানিয়েছে, ঢাকা টেস্ট সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকায় উপভোগ করা যাবে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচটি উপভোগ করতে ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, নর্থ/সাউথ স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও গ্রাউন্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে ১ হাজার টাকা খরচ করতে হবে দর্শকদের।
বিসিবি জানিয়েছে, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে ঢাকা টেস্টের টিকিট সংগ্রহ করা যাবে। মঙ্গলবার ও ম্যাচের দিন বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে টিকিট।
Leave a Reply