আনলিমিটেড নিউজ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের টেকসই যোগাযোগের জন্য আমাদের নদী রক্ষার কোনো বিকল্প নেই। ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে পুরনোকে নিয়েই আমাদেরকে নতুনের কথা বলতে হবে। মানবসভ্যতার ক্রমবিকাশে নদীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরায় হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে, আলিয়স ফ্রঁসেজ ঢাকার সহযোগিতায় ‘নদীর ঐতিহ্য: পুরান ঢাকা থেকে শেখা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা গড়ে উঠেছে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে। তাই ঢাকার ইতিহাস, ঐহিত্য, অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতিতে বুড়িগঙ্গা নদীর বিশাল ভূমিকা রয়েছে।
Leave a Reply