আনলিমিটেড নিউজ: নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকে অতীতের তুলনায় ভালো সাড়া পেয়েছি। তারা সন্তোষজনক সাড়া দিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি ব্যক্তি, সাংবাদিক ও প্রতিষ্ঠান বাংলাদেশে আসবেন। তাদের আবাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় যেসব দফতর, মন্ত্রণালয় সম্পৃক্ত তাদের সঙ্গে আজ আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। এ সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী বিদেশি পর্যবেক্ষকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়া।
তিনি আরো বলেন, এটা একটা গতানুগতিক সভা। সব সংসদ নির্বাচনের আগেই এ ধরনের সভা হয়। এ সভায় বিদেশি পর্যবেক্ষকদের আবাসন, নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মো. জাহাংগীর আলম বলেন, বিদেশি মেহমানদের জন্য বিমানবন্দরে একটা হেল্প ডেস্ক করা হবে, যেন সহজেই ইমিগ্রেশন ক্রস করে তারা নির্ধারিত হোটেলে উঠতে পারেন। হোটেলে আমরা একটা হেল্প ডেস্ক করবো, সেখান থেকে তারা নির্বাচন সংক্রান্ত তথ্য নিতে পারবেন। তারা কোন হোটেল থাকবেন সভায় সেটা চূড়ান্ত হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত হয়েছে। হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবার বিষয়টি আলোচনা হয়েছে।
নির্বাচন কমিশন সচিব বলেন, যারা নিজ খরচে আসবেন তারা ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আমন্ত্রিতরা ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। বিদেশি পর্যবেক্ষকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবো। নীতিমালা অনুযায়ী তারা যাদের অনাপত্তি দেবেন তাদের অনুমোদন দেবে কমিশন। কোন ক্যাটাগরির কতজন আসবেন সে অনুযায়ী নিরাপত্ত ব্যবস্থা নেয়া হবে। যারা আসবেন তাদের নিরাপত্তসহ সব ব্যবস্থা সুন্দরভাবে করা হবে।
Leave a Reply