আনলিমিটেড নিউজ: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানি শিল্প-কারখানাগুলোকে সহযোগিতা করছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে জ্বালানি বিভাগ ও জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিক) মধ্যে একটি সমঝোতা স্মারক সই শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, সমঝোতা স্মারকটি করা হচ্ছে যাতে আমরা যে গ্যাস আনছি বা নিচ্ছি, সেটার নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু ব্যবহার করতে পারি। এ কারণে জাপান ব্যাংক ও জাপান সরকার আরো সাত লাখ মিটার গ্যাস কেনার ব্যাপারে সহযোগিতা করছে। এর আগে আমরা জেবিকের সহযোগিতা পেয়েছি।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আমরা প্রিপেইড মিটার লাগিয়েছিলাম এবং সেই প্রকল্প এখনো চলমান আছে। এটা জাপান সহযোগিতা সংস্থা জাইকার প্রকল্প ছিল। পরবর্তীতে জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল কো-অপারেশন অর্থ সহযোগিতা করতে যাচ্ছে। কেবল তাই না, যেহেতু বাংলাদেশে জাপান অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে, সেখানে এরইমধ্যে যেসব জাপানি এখানে মিটার নিয়ে কাজ করছেন, তারা একটি কারখানা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরো বলেন, ভবিষ্যতে আরো মিটার কারখানা তৈরিতে বিভিন্ন জাপানি কোম্পানি ইচ্ছা প্রকাশ করেছে। জাপানি এসব কারখানাগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য জাপানের বিভিন্ন ব্যাংক ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করছে। এই মুহূর্তে এটা আমাদের খুবই দরকার ছিল। কারণ আমাদের গ্যাস খাতে প্রায় ত্রিশ লাখ মিটার লাগবে। জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল কো-অপারেশন, বিশ্বব্যাংক ও এডিবি- এই তিন ব্যাংকের সহযোগিতায় আমরা আনার চেষ্টা করছি। গ্যাস খাতে সমস্ত বিতরণে আমরা মিটার লাগাব যাতে কোনো অপচয় না হয়। সাশ্রয়ী মূল্যে যাতে তারা জ্বালানি বিল দিতে পারেন।
Leave a Reply