1. admin@unlimitednews24.com : Un24admin :
সোমবার সারাদেশে ২৯ জন নিহত
October 23, 2024, 3:40 am

সোমবার সারাদেশে ২৯ জন নিহত

  • Update Time : Tuesday, April 23, 2024
  • 77
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে নিহত ২
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে নিহত ২

আনলিমিটেড নিউজঃ সারাদেশে সোমবার বিভিন্ন ঘটনা-দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন।

গোপালগঞ্জে নসিমন উল্টে ইকরাম (১৭) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সি-লাইনের একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। সোমবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালিকা-দুলাভাই। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যালিকা এবং এর আগে শনিবার বিকেলে দুলাভাইয়ের মৃত্যু হয়।

ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রতন সরদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের মৃধাবাড়ি শরিফবাগ ইউনিলিভার ডিস্ট্রিবিউটর অফিসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শ পাড়া হাদির গো বাড়ির সুলতান আহমদের ছেলে।

রাজধানীর ডেমরার মীর পাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিনুর রহমান আকন্দ (৩৬) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে দশটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ফরিদ মিয়া (৬৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের রামু উপজেলায় অস্ত্রধারী ডাকাতদলের আক্রমণে বাব-ছেলে নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের চৌহালিতে ৮ বছরের এক শিশুকে গণধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার রাত ৩টার দিকে উপজেলার জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অশোক মণ্ডল (৩৫) ঐ উপজেলার জাঠিয়া গ্রামের কালাচাঁদ মণ্ডলের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে হাসান (২৬) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সৌরভ হোসেন (২৫) নামে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর বিলে নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের। ঐ কৃষক ক্ষেতের ধান নষ্ট করায় জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। রোববার সকালে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাতে উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রানা আহমেদ (৩৪)।

কিশোরগঞ্জের ভৈরবে অটোচালককে মারধরের ঘটনায় দুই বংশের লোকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন পাঁচজন। সোমবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইল সদরে নিখোঁজের তিন দিন পর মোছা. ইতি বেগম (৪০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার সিংগা শোলপুর ইউনিয়নের গোবরা গ্রামে ইমাম শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শফিকুল নিহত ইতির স্বামী।

চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে দু’দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক ও ডায়রিয়া রোগে এক নারীসহ ওই দুজন মারা যান। রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নির্মাণ শ্রমিক সিদ্দীক আলীর। শুক্রবার সিদ্দীক আলী তীব্র গরমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর শনিবার রাতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে গোসল করতে নেমে মুহাম্মদ সোয়াদ (১৯) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তীব্র তাপদহে রাজধানীতে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আব্দুল আউয়াল (৪৫) নামে এক রিকশাচালকের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। এর আগে রোববার মধ্যরাতে যাত্রাবাড়ী এলাকায় ৩০ বছর বয়সী ভবঘুরে এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছে।

তীব্র গরমে পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃৃত্যু হয়েছে। রোববার স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।

নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৭টি জুয়েলারি, ৭টি কাপড় ও ১টি মনিহারী দোকানসহ ২৫টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার সুন্দরপুর স্টেশনের অদূরে নরসুন্দর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
© All rights reserved © 2023 unlimitednews24
Web Design By Best Web BD