আনলিমিটেড নিউজ ডেস্ক: কাতারের মধ্যস্থতায় গাজায় চার দিনের যুদ্ধবিরতি চলছে। শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর প্রথম দিনে ৩৯ জন কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ১৩ জন ইসরায়েলিসহ মোট ২৪ জনকে মুক্তি দিয়েছে হামাস। সেই সঙ্গে গাজায় সব ধরনের হামলা বন্ধ রাখা হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, ৫০ জিম্মিকে ছাড়বে হামাস, অন্যদিকে ১৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়াদের মধ্যে একজন হলেন মারাহ বাকের। তিনি ২০১৫ সালে ১৬ বছর বয়সে গ্রেফতার হয়েছিলেন। তাকে জেরুজালেমে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়ার পর তিনি আল-জাজিরাকে বলেন, কারাগারে থাকা অনেকের চিকিৎসা সেবা জরুরি। বন্দিদের সবাই কারাগারে চিকিৎসাসেবায় মারাত্মক অবহলোর শিকার হচ্ছেন।
আগামীর দিনগুলোর বিষয়ে নিজের ভাবনা তুলে ধরে তিনি জানান, তিনি এখন পরিবারের সাথে মিলিত হয়ে সময় কাটাতে চান এবং একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন নিয়ে পড়াশোনা করে ডিগ্রি নিতে চান।
এদিকে, দীর্ঘ সময় পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা। কেউ আতশবাজি ফুটাচ্ছেন, আবার কেউ অন্যকে জড়িয়ে ধরে আনন্দের কান্না করছেন।
Leave a Reply