আনলিমিটেড নিউজঃ দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলছে শ্রীলংকা। চলমান টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। যেখানে বড় পুঁজিতে চোখ রেখে ব্যাট করছে লঙ্কানরা।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ চার উইকেটে ৩১৮ রান। দিনেশ চান্দিমাল ৩৪ ও ১৯ রানে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা অপরাজিত আছেন।
৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। আগেরদিন যেখানে থেমেছিলেন, সেখান থেকেই আপন ছন্দে এগোচ্ছেন দুই ব্যাটার দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভা।
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়েছেন লংকান ব্যাটাররা। যেখানে ফিফটির দেখা পেয়েছেন তিনজন। ফিফটি হাঁকিয়ে মাঠ ছেড়েছেন যথাক্রমে নিশান মাদুশকা, দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস।
টাইগার বোলারদের মধ্যে কিছুটা দ্যুতি ছড়িয়েছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। তার শিকার ২ উইকেট। তিনি ছাড়া ১টি উইকেট তুলে নিয়েছেন প্রায় এক বছর পর টেস্ট দলে ফেরা সাকিব আল হাসান।
Leave a Reply