আনলিমিটেড ডেস্ক নিউজঃ রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে একটি কনসার্টে ছদ্মবেশী পাঁচজন বন্দুকধারীর গুলিতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলা ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, যা কয়েক বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হামলার মধ্যে একটি।
শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছড়িয়ে পরা ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুনের শিখা আকাশে লাফিয়ে উঠছে এবং অনুষ্ঠানস্থলের উপরে কালো ধোঁয়া উঠছে।
এর আগে রয়টার্সের খবরে বলা হয়, হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এছাড়া কারা এই হামলাকারী তাও জানা যায়নি।
বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
বিবিসি জানায়, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে।
Leave a Reply