আনলিমিটেড নিউজঃ দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পথচলা সারাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান (মাহিম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সানজিদা জাহান।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর) স্বাক্ষরিত ওই নতুন আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
জানতে চাইলে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের নব-নির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা কাজী মাহিম বলেন, ‘ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে আইনাঙ্গনে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এবং আইন শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানবতার নেত্রী, মমতাময়ী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার হাতকে আরও শক্তিশালী করতে কাজ করবো।’
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী সানজিদা জাহান বলেন, ‘ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আইন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি-জামায়াত শিবিরের প্রেতাত্মা রুখে দিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের বিকল্প নেই। আধুনিক ও স্মার্ট বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ। ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানবতার নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।’
এদিকে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, কাজী মামুনুর রহমান মাহিম-কে সভাপতি ও সানজিদা জাহান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আইন শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।
উল্লেখ্য, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনের ছাত্র ছিলেন। ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে যুক্তিসংগত কথা বলায় ও জোরালোভাবে সমর্থন দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বহিষ্কৃত হন। ওই দিনটিকে বিশেষ তাৎপর্যের সঙ্গে আইন শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ও পরামর্শে ‘জাতির পিতার নামে’ পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ের প্রতিরোধ যোদ্ধা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এডভোকেট মো. লায়েকুজ্জামান মোল্লা ১৯৯১ সালের ২৯শে মার্চ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ শিক্ষা, শান্তি, শৃংখলা, ন্যায়নীতি শ্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে আসছে। ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ একমাত্র সংগঠন, যেই সংগঠন সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আন্দোলন করেছিল এবং দীর্ঘ ৬১ বছর পর ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।’
Leave a Reply