আনলিমিটেড নিউজঃ স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেওয়ায় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল।
শনিবার বিকেল চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক সূত্র।
জানা গেছে, মেট্রোরেলের একটি ট্রেনের অটোমেটিক ডোরে সমস্যা দেখা দেয়। দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে উত্তরা উত্তর স্টেশনে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেট্রার অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছিল না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। এছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়। অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেন এবং জোরপূর্বক দরজা টেনে খুলে রাখেন। ট্রেন অপারেটর (অটোমেটিক্যালি) চেষ্টা করেছে দরজা বন্ধ করার। কিন্তু সেটি বন্ধ করতে পারেনি। এ কারণে সিগন্যাল লস করে। সিগন্যাল না পাওয়ায় দরজা খুলছিলো না।
Leave a Reply