আনলিমিটেড নিউজঃ সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। এর আগে নৌপথে দুর্ঘটনা এড়াতে রোববার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১০টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।
Leave a Reply