আনলিমিটেড ডেস্ক নিউজঃ বাণিজ্যিক এই দুনিয়ায় খেলোয়াড়দের মাঠের বাইরের অনেক কাজই এখন করে দিচ্ছেন এজেন্টরা। ব্যতিক্রম নয় পাকিস্তানের ক্রিকেটারদের ক্ষেত্রেও। একজন এজেন্ট পাকিস্তানের একাধিক ক্রিকেটারের সঙ্গে চুক্তিতে থাকেন। এজেন্টদের এবার নিয়ম বেধে দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি চাইছে, একজন এজেন্ট সর্বোচ্চ ২ বা ৩ জন ক্রিকেটারের দায়িত্ব নিতে পারবে। এজেন্টরা ক্রিকেটারদের বিজ্ঞাপন সংক্রান্ত কাজসহ মাঠের বাইরের অধিকাংশ কাজে সহায়তা করবেন।
তালহা রহমানি পাকিস্তানি ক্রিকেটারদের এজেন্ট। তিনি কাজ করেন এসএওয়াইএ কর্পোরেশনের হয়ে, যার পরিচালক পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক। রহমানি একাই চুক্তিতে রয়েছেন ৮ জন প্লেয়ারের সঙ্গে। এটা জানার পরই পিসিবি নিয়ম বেধে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
পিসিবির এই সিদ্ধান্তের পেছনে একটি যুক্তি রয়েছে বলে জানিয়েছে ডন। একজন এজেন্ট যদি ৮-১০ জন প্লেয়ারের দায়িত্বে থাকেন, তবে তাদের (ক্রিকেটার) মধ্যে ঝামেলা সৃষ্টি করতে ভূমিকা রাখতে পারেন তিনি। তাছাড়া এক এজেন্টের সঙ্গে এতসংখ্যক ক্রিকেটার যুক্ত থাকায় ম্যাচ ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।
এবারের ওয়ানডে বিশ্বকাপের সময় ইনজামাম উল হককে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ ছাড়তে হয়েছিল। প্লেয়ার এজেন্টদের বিষয়টি সামনে আসার পর পিসিবি দাবি করেছিল যে, এতে স্বার্থের দ্বন্দ্ব ছিল। কেননা রহমানি ও ইনজামাম একই প্রতিষ্ঠানে কর্মরত।
Leave a Reply