1. admin@unlimitednews24.com : Un24admin :
১৪ মাস পর ফিরছেন রোহিত!
December 5, 2024, 7:38 am

১৪ মাস পর ফিরছেন রোহিত!

  • Update Time : Sunday, December 24, 2023
  • 137
১৪ মাস পর ফিরছেন রোহিত!
১৪ মাস পর ফিরছেন রোহিত!

আনলিমিটেড ডেস্ক নিউজঃ এক বছরেরও বেশি সময় ধরে টি-২০ অনুপস্থিত রোহিত শর্মা। একেক সিরিজে তাই আলাদা আলাদা অধিনায়ক দিয়ে পরখ করছে ভারত। তবে আগামী মাসেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ফিরতে পারেন রোহিত। সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার চোটে ১৪ মাস পর আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দিতে পারেন নিয়মিত অধিনায়কই।

আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সেখানেই ফিরতে বলা হতে পারে তাকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী রোহিত মোহালি, ইন্দোর ও ব্যাঙ্গালোরে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজের তিনটি টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-২০ তে ফিরতে পারেন।

এমনিতেও টি-২০ তে রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা চলছে। গত বছরের নভেম্বরে অ্যাডিলেডে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ভারতীয় এই অধিনায়ক।

এদিকে জোহেনসবার্গের ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালি মোচকে যায় সূর্যের। সেই চোটই ভোগাচ্ছে তাকে। চোটের যা অবস্থা তা সারাতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে। বিসিসিআই সূত্রের খবর, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করেছেন সূর্যকুমার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
© All rights reserved © 2023 unlimitednews24
Web Design By Best Web BD