আনলিমিটেড নিউজঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় ইলিশ আহরণকারী জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে কালুখালী উপজেলা পরিষষদ চত্বরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় এ গরু বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ।
উপজেলার রতনদিয়া, কালিকাপুর ও সাওরাইল ইউনিয়নের মোট ৩২ জন প্রান্তিক জেলেদের মাঝে এ গরু বিতরণ করা হয়। তাদের মধ্যে রতনদিয়া ইউনিয়নে ২১ জন, কালিকাপুর ইউনিয়নে সাতজন ও সাওরাইল ইউনিয়নে চারজন জেলে রয়েছেন।
এ সময় বক্তারা বলেন, নভেম্বর মাসে নদীতে মাছ ধরা বন্ধ থাকে। এছাড়া বছরের নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা বন্ধ থাকে। জেলেরা যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন এ কারণে তাদেরকে বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। জেলায় মৎস্য শিকারের সঙ্গে জড়িতদের তালিকা করা হয়েছে। আজ কালুখালী উপজেলায় ৩২ জন প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য উপজেলাগুলোতে এ কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply