আনলিমিটেড নিউজ ডেস্কঃ এফ এ প্রীতম নতুন প্রজন্মের সুরকার। এ প্রজন্মের এই শিল্পীর সুর ও সংগীতায়োজনের কিছু গান ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এফ এ প্রীতম সুরকার হিসেবেই দর্শকদের কাছে বেশি পরিচিত। ক্যারিয়ারের শুরু থেকে তিনি সামিনা চৌধুরী, আসিফ আকবর, কলকাতার আকাশ সেন বলিউডের নাকাশ আজিজের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পীদের নিয়ে গান করেছেন।
এই প্রথমবারে মতো নিজের কণ্ঠে একটি গান তুলেছেন প্রীতম। ‘হাবিবি’ শিরোনামের এ গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। সংগীতায়োজন করেছেন শোভন রায়। ‘হাবিবি’ গানটি নিয়ে প্রতীম বলেন, ‘আশা করি বরাবরের মতো নতুন গানটিও আমার শ্রোতাদের ভালো লাগবে।
সর্বশেষ অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমায় ‘একটু একটু তোর প্রেমে’ শিরোনামের একটি গান তার সুরে প্রকাশ হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ ও মো. ইকবালের ‘রিভেঞ্জ’ ‘বিট্রে’ ও ‘ডেড বডি’ সিনেমার জন্যও গান করেছেন এফ এ প্রীতম।
Leave a Reply