আনলিমিটেড নিউজ ডেস্কঃ দেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত দুই দিনে অর্থাৎ ২৭ নভেম্বর বুধবার ও ২৮ নভেম্বর বৃহস্পতিবার ৮ হাজার টন ভারতীয় আলু ও পেঁয়াজ এসেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান।
স্থলবন্দর ও আমদানিকারক ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পরপরই পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর মঙ্গলবার এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজের কোন ট্রাক আসেনি। তবে অন্য পণ্য আমদানি চালু ছিল। কিন্তু বুধবার সারা দিনে ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু ও ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ এসেছে। এছাড়া বৃহস্পতিবার ৬৫ গাড়িতে পেঁয়াজ এসেছে ৯০০ টন এবং ৬১ গাড়িতে আলু এসেছে ১৬০০ টন। এতে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আলু ও পেঁয়াজের দাম অনেকাংশে কমে আসবে বলে মনে করি।
সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকে অন্যান্য বন্দরের ন্যায় সোনামসজিদ বন্দরেও এর প্রভাব পড়তে শুরু করে। ফলে মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর কোনো ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা। যা আজ বৃহস্পতিবারও এসেছে।
এ বিষয়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. টিপু সুলতান বৃহস্পতিবার রাতে জানান, বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে হঠাৎ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে মঙ্গলবার সারাদিন মালদহ স্থল বন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অন্য পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও আলু ও পেঁয়াজের কোন ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার ও বৃহস্পতিবার সারা দিনে ১৫৯টি গাড়িতে ৩৪০২ টন পেঁয়াজ এবং ১৭০টি গাড়িতে ৪৫৪২ টন আলু এসেছে।
তিনি আরো জানান, দুই দিনে যে পরিমান আলু ও পেঁয়াজ এসেছে তা ব্যবসায়ীদের করা আগের এলসির পণ্য। পূর্বের এলসির বিপরীতে আরো আলু ও পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। তবে ব্যবসায়ীরা আলু ও পেঁয়াজের বিপরীতে নতুন করে কোন এলসি করতে পারছেননা বলেও তিনি জানান।
Leave a Reply