২৫ মিনিট লিফটে আটকে ছিলেন পোপ ফ্রান্সিস

আনলিমিটেড নিউজ ডেস্ক: ভ্যাটিকানে লিফটের মধ্যেই আটকা পড়েছিলেন পোপ ফ্রান্সিস। তাও এক-দুই মিনিট নয়, টানা ২৫ মিনিট তাকে লিফটের মধ্যে থাকতে হয়েছে। ফলে রোববার একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যেতে দেরি হয়েছে পোপ ফ্রান্সিসের। রোববার পোপ ফ্রান্সিস ভাটিক্যানের একটি লিফটে ওঠার পর। এটি বন্ধ হয়ে যায়। এরপর সেখানে তিনি প্রায় ২৫ মিনিট ধরে আটকা পড়েছিলেন। …বিস্তারিত