আনলিমিটেড নিউজঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আরিফুজ্জামানসহ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা। এরপর পুলিশ সুপার মাহিদুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহামুদ, সৈয়দ আশরাফ হোসেন লাভু, জুলফিকার আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুছ, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাফিয়া খাতুন, ছাত্রলীগ সভাপতি রাইহান আহম্মেদ প্রমুখ।
দিনটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিজয় র্যালি, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
এদিকে সকাল ৮টায় ভোলা সরকারি স্কুল মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, রোভার স্কাউটস্ গার্লস গাইড, রেড ক্রিসেন্ট এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়।
কচুকাওয়াজের পর শিশু-কিশোরদের শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হবে।
Leave a Reply