আনলিমিটেড নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে জাকের আলীর।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় টস করতে নামেন দু’দলের দুই অধিনায়ক। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হক শান্ত।
বাংলাদেশের হয়ে টেস্ট দলে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এদিন জাকেরকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পাচ্ছেন জাকের।
আগের দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে সাকিবিয়ানদের সঙ্গে সাকিববিরোধীদের মধ্যে ঝামেলার ঘটনা ঘটেছিল। সেটা মনে রেখেই হয়তো স্টেডিয়াম এলাকায় আজ রাখা হয়েছে ব্যাপক নিরাপত্তা।
এককথায় নিরাপত্তার চাদরে ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। যদিও এর পরের সিরিজেই ভারতের মাটিতে নাস্তানাবুদ হতে হয়েছে শান্তর দলকে। সেই ধাক্কা কাটিয়ে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেতে চায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সাবকন্টিনেন্টে দক্ষিণ আফ্রিকার টেস্ট পরিসংখ্যান আশা জাগাচ্ছে বাংলাদেশকে। সবশেষ ১৩ টেস্টের একটিতেই জয় পায়নি প্রোটিয়ারা।
তাছাড়া পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ অন্তত ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
টনি ডি জর্জি, এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে, কাইলে ভেরাইনে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিয়েডট।
Leave a Reply