আনলিমিটেড নিউজ ডেস্কঃ ডিএমপি নিউজ: সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকালে মিরপুর মনিপুর উচ্চ বালক বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা চলাকালে তিনি এ পরিদর্শন করেন। এসময় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মোহাম্মদ তাহেরুল হক চৌহান সহ ডিএমপির এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতিবছরের ন্যায় চলতি বছরও বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বহুনির্বাচনি (এমসিকিউ) আজ থেকে শুরু হয়েছে। নির্ধারিত ৩০ মিনিটে প্রচলিত আইনের বিভিন্ন বিষয়ের ৫০টি বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় উতীর্ণ হতে পারলেই কেবল লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ থাকে। এ বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৫৩৬ জন অফিসার এএসআই পদ হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন।
Leave a Reply