আনলিমিটেড ন্যাশনাল ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ‘কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও হামলায় সাংবাদিক নিহত-আহত এবং সংবাদমাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর’-এর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
ডিইউজে আয়োজিত সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, বারবার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটতেই থাকে। সে জন্য আমাদের একটাই দাবি– স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। দ্রুত এসব ঘটনার বিচার করতে হবে।
বিএফইউজে মহাসচিব দীপ আজাদ বলেন, প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেলেও আক্রমণকারীরা ক্লান্ত হয় না। এর কারণ হলো সাংবাদিক হত্যার বিচার হয় না। আমাদের চারজন সাংবাদিক নিহত হয়েছেন। ২১৮ জন আহত হয়েছেন। আটটি গাড়ি পোড়ানোর পাশাপাশি ৩৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার করতে হবে।
ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাষ্ট্র যাতে তাদের দায়িত্ব নেয়; সে জন্য আমরা এখানে দাঁড়িয়েছি।
হতাহত সাংবাদিকদের জন্য সমাবেশে ১ মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, খায়রুজ্জামান কামাল, তরুণ তপন চক্রবর্তী, এম শাজাহান মিয়া, শেখ জামাল, মানিক লাল ঘোষ, সুমি খান, এম শাহজাহান, নূরে আলম জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply