আনলিমিটেড ডেস্ক নিউজঃ রাশিয়ার সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। তালেবানের শ্রম এবং সামাজিক বিষয়াবলী মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী আবদুল উমারি এ কথা জানিয়েছেন।
ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সাইডলাইনে রাশিয়ার বার্তা সংস্থা তাসের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে সংলাপে আগ্রহ প্রকাশ করেন উমারি।
তাসের এক প্রশ্নের জবাবে উমারি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চাই। আমরা তাদের সঙ্গে সম্পর্কের পরিধি বাড়াতে আগ্রহী।’
তালেবানকে ‘নিষিদ্ধ সংগঠন’-এর তালিকা থেকে বাদ দিতে রাশিয়ার আগ্রহের প্রশংসা করে এই তালেবান নেতা যোগ করেন, ‘(তালেবানকে) নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে রাশিয়ার আগ্রহকে আমরা স্বাগত জানাই।’
তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি রাশিয়ার ভাবনায় রয়েছে বলে তাসকে জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তালেবানের সঙ্গে সংলাপ এবং সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটির তখনকার সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান।
Leave a Reply