আনলিমিটেড নিউজঃ চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার দুপুর ২টার দিকে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন লাইনচ্যুত হওয়ায় দুই লাইনেই বগিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে জামালপুর বিজয় এক্সপ্রেস ফেনী স্টেশন থেকে ছেড়ে চৌদ্দগ্রামের গুণাবতী ও নাঙ্গলকোট স্টেশনের মাঝামাঝি তেজের বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের একাধিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম গিয়েছেন। আমরা এটা নিয়ে কাজ করছি। শিগগিরই রেল চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।
Leave a Reply