আনলিমিটেড নিউজ ডেস্ক: রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা সেই বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা সোয়া ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে কি না জানতে চেয়েছিল হাইকোর্ট। এ ঘটনায় ওই নেতার নামে মামলা হয়েছে হাইকোর্টকে জানিয়ে ছিলেন রাজশাহীর পুলিশ সুপার।
গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
বক্তব্যের ২২ সেকেন্ডের একটি ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে
Leave a Reply