1. admin@admin.com : admin :
  2. harundesk@gmail.com : unlimitednews24 : Md Jibon
  3. unlimitednews24@gmail.com : Md Jibon : Md Jibon
  4. mdnayeem7726@gmail.com : Md Nayeem : Md Nayeem
মা নির্বাচিত হতে পারলে ৫ বছরের হোল্ডিং ট্যাক্স মওকুফ: জাহাঙ্গীর
রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

মা নির্বাচিত হতে পারলে ৫ বছরের হোল্ডিং ট্যাক্স মওকুফ: জাহাঙ্গীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

আনলিমিটেড নিউজ : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে আমার মা নির্বাচিত হতে পারলে আগামী ৫ বছরের জন্য নগরবাসীর হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। তিনি বলেন জনগন রাষ্ট্রের মালিক। সে হিসেবে এ নগরীর মালিকও জনগন। নগরীর ৪০ লাখ মানুষকে সিটি  কর্পোরেশনের কোনো নাগরিক তাদেরকে স্যার বলতে হবে না। এ নগরীর প্রত্যেক নাগরিককে সিটি কর্পোরেশনের সিও থেকে শুরু করে সকল নাগরিককে স্যার বা জনাব বলে সম্বোধন করে সম্মান দিতে হবে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে নগরীর ছয়দানা (হারিকেন) এলাকায় তার নিজ বাসভবনে ওই ইশতেহার ঘোষণা করেন তার নির্বাচনের প্রধান সমন্নয়ক জাহাঙ্গীর আলম। শারিরীক অসুস্থতার কারণে তিনি ইশতেহার ঘোষণা না করলেও ইশতেহার ঘোষণাকালে তার মা জাহাঙ্গীর আলমের পাশেই বসে ছিলেন।

নগরীর বেসরকারী স্কুলের সম্মানী ভাতা সিটি কর্পোরশেন থেকে চালানোর জন্য বেতন ভাতা চালু করবে। নারীদের কর্মসংস্থানের জন্য ১/২ বছরের জন্য বিনা সুদে অর্থ দিয়ে সহযোগীতা করা হবে। চাকরিজীবী নারীদের বাচ্চা রাখার জন্য ওয়ার্ড ভিত্তিক ডে কেয়ার সেন্টার স্থাপন, সকল কারখানা মালিকদের ১% টাকা দিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাদের ট্রেড লাইসেন্স নেওয়ার ব্যবস্থা করা হবে। সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত শ্রমিকদের তথ্য নিয়ে ডিজিটাল ডাটাবেইজ প্রণয়ণ করা হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রেড ইউনিয়ন গঠন করা হবে। অসহায় ও কর্মহীন শ্রমিকদের বিশেষ প্রনোদনা সহায়তা ব্যবস্থা করাসহ বর্জ্যে ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের কথা জানিয়ে ৯দফা ইশতেহার ঘোষণা করেছেন সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।

মহিলাদের নামায জামাতের সাথে আদায় এবং ধর্ম-কর্ম পালনের জন্য বিশেষায়িত মসজিদ নির্মাণ করা হবে। বিশ্ব ইজতেমার ময়দানের আধুনিকায়নের উদ্যোগ নেয়া হবে এবং তবলিগ জামাতের সকল মুরব্বিদের সাথে পরামর্শক্রমে বিশ্ব ইজতেমার ময়দানের অবকাঠামতগত উন্নয়নের জন্য মাষ্টারপ্ল্যান করে কাজ করা হবে। অন্যান্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উপাসানালয় সংস্কার ও প্রতিস্থাপনে যথাযথ উদ্যোগ গ্রহন করে কাজ করার কথা বলেন।

গাজীপুরের ২০’শ পোশাক কারখানা রয়েছে। সে হিসেবে আয়তনের দিক দিয়ে এটি দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশ। সিটি কর্পোরেশনকে কিভাবে সুশাসন দেওয়া যায় সে চিন্তা করে আমার মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) সবদিক দিয়ে প্রস্তুতি নিয়েছে। নগরীতে প্রায় ১২ লাখ ভোটার রয়েছে। তারা এ শহরের মালিক। শহরের মালিক হিসেবে তাদের কাছে আমার মা ভোট চেয়েছে। কিভাবে নগরকে সুন্দরভাবে করা যায়। টেবিল ঘড়ি মার্কাায় যারা প্রচার করছে ৪৮৫ টি সেন্টারের মধ্যে ৫৭টি ওয়ার্ডে সকল জায়গায় আমাদের কর্মী সমর্থকদের এবং এজেন্টদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেকের বাসায় গিয়ে তাদেরকে নির্বাচন না করার জন্য বলেছে। টেবিল ঘড়ি প্রতীকের দায়ীত্বপ্রাপ্ত আহবায়ক, যুগ্ন আহবায়কদের এসব কথা বলে আসছে। নির্বাচন কমিশনসহ সরকারের সংশ্লিষ্ট সকলের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ও সুন্দর ভোট করবে। সেটা না করে আমাদের মাঠের কর্মীদের রাতে দিনে প্রশাসনের লোকজন বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। তাদের মেধ্য থেকে অনেককে ধরে নিয়ে সাভার, না’গঞ্জ, আশুলিয়াসহ বিভিন্ন জেলায় আটক করে রেখেছে। তাদেরকে মাদক মামলা দিয়ে রেখেছে। তাদের পরিবারের সদস্যরা আমার কাছে এসে এসব অভিযোগ করেছে। যাদেরকে ধরে নিয়ে গেছে তারা প্রত্যেকেই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সয়গঠনের সদস্য। নগরবাসী নিরপেক্ষ ভোট করার জন্য তারা প্রস্তুত রয়েছে। পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যারা এ কাজ করেছেন দয়া করে আমাদের কর্মী সমর্থকদের ছেড়ে দেন এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সহযোগীতা করুন।

মাদক ও সন্ত্রাসের নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ, সড়ক মহাসড়কে চাঁদাবাজী বন্ধ, মাদকাসক্ত পূনর্বাসন কেন্দ্র স্থাপন, ওয়ার্ড ভিক্তিক সন্ত্রাসবিরোধী নাগরিক কমিটি গঠন, নগরের বস্তিবাসীদের জন্য বহুতল ভবনে স্টুডিও এ্যাপার্টমেন্ট নির্মাণ করে তাদের পূনর্বাসন , বয়স্ক ও অসহায় পূনর্বাসন কেন্দ্র স্থাপন, সিটি কর্পোরেশনে কর্মরত সবার জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, ক্লিন সিটি ও গ্রিন সিটি বাস্তবায়নে বৃক্ষরোপন, বেকারদের জন্য পার্টটাইম কাজের সুযোগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

এলাকার ভোটার ও তাদের জানমাল রক্ষার জন্য আমার বলছে শেষ পর্যন্ত ভোটে থাকতে চাই। ৩ হাজার ৫০০ এজেন্ট আমি প্রস্তুত রেখেছি। যদি আমাদের কোনো এজেন্টকে ভোট কেন্দ্রে পবেশে করতে না দেয় তাহলে সাংবাদিকদের কাছে দেখভালের দায়িত্ব দিলাম। সাড়ে তিন’শ কাউন্সিলরকে বলতেছেন এক মার্কায় ভোট দিতে। না হলে আপানারা তাদের পদ নিয়ে যাবেন যদি সে নির্বাচিত হলেও ডিক্লিয়ার দেওয়া হবে না। এসব বানোয়াট ও মিথ্যা কথা থেকে আপানার সরে আসেন। আমরা এখানে সুষ্ঠু সুন্দর ভোট করার জন্য প্রস্তুত আছি।

Sharing is caring!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এই বিভাগের আরো খবর পড়ুন

সর্বশেষ সংবাদ

© All rights reserved © 2017-2021 www.unlimitednews24.com
Web Design By Best Web BD