দীর্ঘ এক মাস রোজা রাখার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বৃহত্তর বরিশাল বাউফলের কৃতি সন্তানই, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এইচ এম রেজাউল করিম রেজা।
বাউফল বাসীদের উদ্দেশ্যে রেজা বলেন, আমার জন্মস্থান, শৈশব-কৈশোর, নদীতে সাতার, পুকুরের মাছ খুব মনে পরে। গ্রামের সহজ-সরল মানুষগুলো আমার পরিবারের প্রতিচ্ছবি। বাউফলের প্রতিটি মানুষের জন্য ভালোবাসা, পুরনো সব দু:খ কষ্ট ভুলে ঈদের এই আনন্দের মাধ্যমে পরিবার পরিজন প্রিয়জনদের নিয়ে সবাই সুখে থাকুক, ভালো থাকুক এমনটাই প্রত্যাশা করি।
রেজাউল করিম রেজা আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার একজন কর্মী হয়ে রাজনীতি করছি, আমার প্রাণের সংগঠন, প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমাদের সংগঠনের মেধাবী ও যুবসমাজের আলোর বাতিঘর বিপ্লবী চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং তৃনমূল রাজনীতির ম্যাজিকম্যান সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খাঁন নিখিল নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগকে পরিচ্ছন্ন একটি ইউনিটে রূপ দিতে কাজ করে যাচ্ছি, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা। ঈদের এই আনন্দ ঘরে ঘরে পৌঁছে গেছে, আল্লাহ আমাদের সহায় হোক।
Leave a Reply