আনলিমিটেড নিউজঃ আগামী রোববার থেকে ফেরি চলাচলে নতুন ভাড়া কার্যকর হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরিতে গাড়ি পারাপারে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি তেলের দাম এবং নৌযান মেরামতের ব্যয় বাড়ার কারণ দেখিয়ে নতুন এ ভাড়া আদায় করতে যাচ্ছে সংস্থাটি।
গতকালই ভাড়ার নতুন চার্ট বিআইডব্লিউটিসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। অন্যদিকে, বাস মালিকেরা জানিয়েছেন, ফেরির নতুন ভাড়া কার্যকর হলে তা যাত্রীদের কাছ থেকেই আদায় করা হবে। তখন বাস ভাড়াও বেড়ে যাবে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী বলেন, গত ৪ নভেম্বর জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর থেকেই আমরা ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে আসছি। তেলের দাম বাড়ার কারণে ফেরির জ্বালানি খরচ বেড়ে গেছে। এছাড়া রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক বেড়েছে। এসব কারণে ব্যয় বৃদ্ধির সমন্বয় করতে ফেরির নতুন ভাড়া কার্যকর করা হচ্ছে।
বর্তমানে ছয়টি রুটে ফেরিতে গাড়ি পারাপার করছে বিআইডব্লিউটিসি রুটগুলো হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া। এছাড়া ঢাকা-বরিশাল-মোড়েলগঞ্জ ও উপকূলীয় রুটে যাত্রীবাহী নৌযান পরিচালনা করে আসছে।
Leave a Reply