আনলিমিটেড নিউজঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪নং ওয়ার্ডে পানির জন্য হাহাকার। ৭৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি কাউন্সিলর আজিজুল হকের কাছে পানির দাবীতে স্থানীয় বাসিন্দারা গেলে তাদের থুতু খেতে বলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র বলছে, দীর্ঘ ১২দিন পানি নেই এই ওয়ার্ডে বিভিন্ন এলাকায়। শত শত পরিবার পানির জন্য চরম কষ্টে জীবন অতিবাহিত করছে। একটু পানির জন্য এক এলাকা থেকে অন্য এলাকায়, এ বাড়ি থেকে ও বাড়ি হন্নে হয়ে মহিলাদের ছুটে চলা। কোথায় কেউ পানি পেলেও অনেকেই পাচ্ছে না পানি। কেউ কিছু পানি সংগ্রহ করতে পারলেও যা পরিবারটির জন্য যথেষ্ট নয়।
মধ্য নন্দীপাড়া মহাজয় কলোনি, মহাজয় কলোনিতে ১২৭ বাড়িতে পানি নেই, হিন্দু পাড়াতেও পানি নেই, অন্য দিকে দুই নং স্কুল রোডেও পানি নেই বলে জানা গেছে।
মনোয়ারা বেগম, গোলাম বানু, রেজিয়া বেগমসহ বেশ কিছু মহিলা কাউন্সিলর আজিজুল হকের কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায় আজিজুল হক বলেন, আগামীতে আমি ভোটে আর দাঁড়াবো না, আপনাদের ভোটের আমার দরকার নেই। পানির বিষয়ে তিনি বলেন, পানি না পেলে এক জনের থুতু অন্য জন খান, তাহলে পানির সমস্যা থাকবে না।
এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা সঠিক সমাধান না পেলে বিহত আন্দোলনে যাবে বলে জানান।
এ বিষয়ে ৭৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজর আলী জানান, ফোনে একজন আমাকে বিষয়টি সম্পর্কে জানিয়েছে। কাউন্সিলরের এমন বক্তব্য আমাদের জন্য বিব্রতকর। আসলে তিনি এমন কথা বলেছে কি না, আমার সাথে তার কথা হলে জানতে চাইবো।
কাউন্সিলর আজিজুল হক বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার বিপক্ষের লোকরা মিথ্যা কথা ছড়াচ্ছে।
তবে কাউন্সিলর জরুরী ভাবে আজ মঙ্গলবার পানির ব্যবস্থা করবেন বলে এ প্রতিবেদককে জানালেও তিনি তা করেননি।
Leave a Reply