হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নেতা আলহাজ্ব মামুনুল হক সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীসহ জনতার হাতে আটক হয়েছে। আজ সন্ধ্যায় সোনারগাঁও রয়েল রিসোর্টে এ ঘটনা ঘটে। জনতার হাতে আটক হলে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে আসেন, পুলিশ ও জনতার প্রশ্নে মামুনুল হক জানান এটা তার দ্বিতীয় স্ত্রী।
এ সময় দেশে ভয়ংকর পরিস্থিতি তৈরির জন্য মামুনুল হককে ধিক্কার জানান জনতা। স্ত্রী হলে কেন রিসোর্টে আপনার মেয়ের বয়সিকে নিয়ে এলেন জনাতা জানতে চাইলে হেফাজতের এই নেতা জানান, একটু মাইন্ড ফ্রেস করতে এসেছি। একজন জানতে চায় স্ত্রীকে নিয়ে ঘর এবং হোটেল একই, তাহলে হোটেলে কেন? বদ্ধ ঘরে কেন। অবৈধ সম্পর্কের অভিযোগ এনে ধিক্কার জানান উপস্থিত জনতা মামুনুল হককে।
উপস্থিত জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা লাইভে নিয়ে আসলে দ্রুত এটা ভাইরাল হয়ে যায়।
https://www.facebook.com/100011357257409/posts/1649596092095617/
Leave a Reply