হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্দেশনা মেনে ৭৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকাল থেকেই নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন আওয়ামী লীগ নেতা হালিম সরকারের ব্যানারের নিচে অবস্থান নেন।
উল্লেখ্য, বনশ্রী ও ৭৫নং এবং ৭৪নং ওয়ার্ডে জামায়াতে অবস্থান শক্তিশালী হওয়ায় দলীয় নেতাকর্মীদের সর্তক অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ।
এ সময় বৃহত্তর দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজর আলী, ৭৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও ৭৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ হালিম সরকার, ৭৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য সকালে নাস্তার আয়োজন করেন হালিম সরকার।
এদিকে, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের অবস্থান নিশ্চিত করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে আসেন আবুল কালম আজাদ ও হালিম সরকার। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফায় দফায় হওয়া বিক্ষোভ মিছিলে অংশ নেন তারা।
Leave a Reply