বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করতে যাচ্ছে ভারত। চলতি বছরের শেষ দিকেই এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা ডিএনএ।
১৯৭১ সালের ১ আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানাতে যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। যা বাংলাদেশের স্বাধীনতা ও বিশ্বের ইতিহাসে অনন্য জায়গা দখল করে আছে।
সে কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে বিখ্যাত ব্যান্ড বিটল্স এর শিল্পী জর্জ হ্যারিসন ও ভারতের সেতারাবাদক রবি শঙ্কর। এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পীদের এক বিশাল দল অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার ছিলেন উল্লেখযোগ্য।
বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পর আবারও কনসার্ট ফর বাংলাদেশ আয়োজিত হতে যাচ্ছে । পুরো বিষয়টি দেখভালের দায়িত্ব থাকবে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স। এই কনসার্টে গান গাইবেন জর্জ হ্যারিসনের ছেলে ধানি হ্যারিসন ও রবি শঙ্করের মেয়ে আনুষ্কা শঙ্কর।
ডিএনএন’র প্রতিবেদনে জানানো হয়েছে, ২৬-২৭ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কখন ও কোথায় আয়োজন হবে সেটাও জানানো হবে।
Leave a Reply