খেলা | তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 446 বার

চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হক ৩১ রানে ও মুশফিকুর রহিম ১০ রানে অপরাজিত আছেন। দিনশেষে ২১৮ রানের লিড নিয়েছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামামাত্রই ধসে পড়ে টপ অর্ডার। এক ওভারেই তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্তকে ফিরিয়ে দেন রাকিম কর্নওয়াল। রানের খাতা খুলতে পারেননি দুজনের কেউ-ই। তামিম ৪ বল খেলে এলবিডব্লিউয়ের শিকার হন। দুই বল খেলে স্লিপে দাঁড়ানো জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ তুলে দেন শান্ত। মাত্র দুই বলের ব্যবধানে সাজঘরে ফেরেন এ দুই ব্যাটসম্যান।
শান্ত-তামিমের মতো সাদমান ইসলাম প্যাভিলিয়নে ফিরতে বেশি সময় নেননি। দলীয় ৩৩ রানে শ্যানন গ্যাব্রিয়ের বলে দা সিলভার হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৪২ বলে ৫ রান করেছিলেন তিনি। ৩৩ রানে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ৪৩০ রান। বিশাল এই রানের জবাবে ব্যাট করতে নেমে ফলোঅনে পড়ার আশংকায় ভুগছিলো ক্যারিবীয়রা। তবে সেই বাঁধা পার করলেও ২৫৯ রানে থেমে যায় ব্র্যাথওয়েটদের ইনিংস।
Leave a Reply