
সাংবাদিক সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন আজ সোমবার।
জাতীয় প্রেস ক্লাবে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ২১টি পদে ৩৬ প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬ জানুয়ারি ভোট হওয়ার কথা থাকলেও সভাপতি প্রার্থী হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে নির্বাচন পিছিয়ে যায়।
সভাপতি পদে বাকি দুই প্রার্থী যুগান্তরের সিনিয়র সাব-এডিটর মামুন ফরাজী এবং বাংলাদেশের খবরের সিনিয়র সাব-এডিটর আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক প্রার্থী আরটিভির স্পোর্টস ইনচার্জ সাইখুল ইসলাম উজ্জ্বল এবং আমাদের সময়ের সিনিয়র সাব-এডিটর আবুল হাসান হৃদয়।
Leave a Reply