রাজধানী | তারিখঃ জানুয়ারি ১৯, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 185 বার

মঞ্চ ও টেলিভিশনের নাট্যাভিনেতা বীর মুক্তিযোদ্ধা এ এম এম মজিবুর রহমান দিলু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মজিবুর রহমান দিলু কেবল প্রথিতযশা নাট্যজনই ছিলেন না, তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক। তাঁর মৃত্যুতে আমি আমার অত্যন্ত কাছের একজন সুহৃদকে হারালাম, আর জাতি হারালো একজন বীর সন্তানকে।
মোজাম্মেল হক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply