বিশেষ সংবাদ | তারিখঃ জানুয়ারি ১৫, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 657 বার

জিহাদঃ জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পরিকল্পনায় সাকরাইন উৎসবে ঢাকার আকাশে বাহারি রঙের ঘুড়ি উড়ানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে বৃহস্পতিবার বিকালে সাকরাইন উৎসবের উদ্ভোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস।
এ উৎসবে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের শহীদ আলাউদ্দীন পার্কে (বাসাবো খেলার মাঠে) ব্যাপক আয়োজন করা হয়। ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাহারি রঙের ঘুড়িতে বিকালের আকাশ রঙিন করেন। সারাদিন এ আয়োজনকে কেন্দ্র করে সব বয়সের মানুষের মাঝে উৎসবের আমেজ প্রতিয়মান হয়েছে। সন্ধ্যার শুরুতে আতসবাজি ফোটানো, ফানুস উড়িয়ে উৎসবের সম্পত্তি করা হয়। এ আয়োজনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply