রাজধানী | তারিখঃ জানুয়ারি ৫, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 815 বার

বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্ধারিত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নির্দেশে রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি পান্থ দে’র নেতৃত্বে ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাজু আহমেদ ও ফয়সাল আহমেদ তমাল এবং ৯৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইয়ামিন রহমান প্রান্তসহ থানা ছাত্রলীগ নেতা আবু ইমাম শুভ, নুরুল ইসলাম, মোঃ শাকিল থানা ছাত্রলীগের এ আয়োজনে রামপুরা থানা ছাত্রলীগ সভাপতি পান্থ’কে ভালোবেসে দেড় শতাধিক বাইকের শোডাউনে সহযোগিতা করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউনে মহানগর বা কেন্দ্রীয় তেমন নির্দেশনা না থাকলেও ব্যক্তিগত আয়োজনে, সংগঠনকে ভালোবেসে ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী হতে দৃষ্টি নন্দন এ শোডাউন করেন পান্থ দে।
পান্থকে ভালোবেসে ছাত্ররাজনীতিতে যুক্ত না থাকলেও ব্যক্তি ইমেজে অনেক তরুনকে মিছিলে অংশ গ্রহণ করাতে সক্ষম হন পান্থ।
বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ।
Leave a Reply