আনলিমিটেড নিউজ :: আগামীকাল ৩ জুলাই ২০১৭ সোমবার সিলেট জেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এ লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো: মিসবাহ্্ উদ্দিন সিরাজ-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দীন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন।
Leave a Reply